Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

দামোদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে কেহ কোন মামলা করতে আসলে তাকে নির্দিষ্ট পি প্রদান করে  আবেদন রতে হয় । আবেদনের নমুনা নিম্নে প্রদান করা হলো । নিজ হাতের লেখা অথবা কম্পিটার কম্পোজ করে আবেদন করতে হয় ।

 

আবেদনের নমুনা কপিঃ

 

 

বরাবর,

চেয়ারম্যান,

দামোদর, ইউনিয়ন পরিষদ

ফুলতলা, খুলনা ।

 

     ১ম পক্ষ বাদী                                                       ২য় পক্ষ বিবাদী

 

( ১) নাজমা সুলতানা                                    ১। জেসমিন স্বামী-বখতিয়ার গাজী

স্বামী মৃঃ জাহাঙ্গীর গাজী                                         ২। কালাম গাজী ৩। লিটন গাজী

গ্রাম-দামোদর (পঙ্কজিনি বসু রোড গাজী বাড়ি),        ৪। আকবার গাজী ৫। নুর ইসলাম গাজী

ডাক- ফুলতলা, খুলনা ।                                     সর্বপিং-পিং-মৃঃ মেছের গাজী 

০১৯৪২-৪২২৯৫০                                                     গ্রাম-দামোদর (পঙ্কজিনি বসু রোড)

       ফুলতলা, খুলনা ।

                                                                                                                    

 

বিষয়ঃ বিবাদী কর্তৃক সম্পত্তি খরিদ করিয়া সম্পুর্ন টাকা না দেওয়ার প্রসংগে আবেদন ।

 

জনাব,

          বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী নাজমা সুলতানা জানাইতেছি যে, ১,২,৩ নং বিবাদীর  নিকট আমার খরিদকৃত ০.০৫ একর ও আমার স্বামীর পৈত্রিক ওয়ারেশ সুত্রে প্রাপ্ত ০.০১ একর একুনে ০.০৬ একর সম্পত্তি বাজার দর মুলে ১,৮০,০০০/( এক লক্ষ আশি হাজার) টাকা এবং টিনশেট ঘর বাবদ ৮,০০০/( আট হাজার) টাকা মোট ১,৮৮,০০০/(এক লক্ষ আটাশি হাজার) টাকা বিক্রয় করা হয় । কোন চুক্তিপত্র হয় নাই । ১,২,৩ নং বিবাদী আমাকে নগদ ১,১৭,০০০/ (এক লক্ষ সতের হাজার) টাকা পরিশোধ করে । বাদ বক্রী ৭১ হাজার টাকা ১,২,৩ নং বিবাদী আমকে পরিশোধ করছে না ।

 

          অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, যাহাতে বিক্রিত সম্পত্তির বাকী টাকা পাইতে পারি  তাহার সু-ব্যবস্থা দানে মর্জি হয় ।

 

 

তারিখঃ ইং ০১/০২-২০১৭ ।                                                         বিনীত

 

 

         (নাজমা সুলতানা)